গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে কলেজ ছাত্র রাজু শেখ হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের যুগশিখা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় রাজু হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে রাজুর মা-বা আভিযোগ করে বলেন, প্রায় দেড় মাস হয়ে গেলেও আসামীদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই শুক্রবার দুপুরে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ল্যাট্রিনের সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে কলেজ ছাত্র রাজু শেখের লাশ উদ্ধার করে পুলিশ।

(এমএইচএম/এসসি/আগস্ট২৬,২০১৫)