গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ সর্বানন্দ গ্রামে স্রোতের তোড়ে ভেঙ্গে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেছেন গাইবান্ধা-১ আসনের সংসদ মঞ্জুরুল ইসলাম লিটন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই মিল্টন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি। পরে সর্বানন্দ ও বামনডাঙ্গা ইউনিয়নে ২০০ বন্যার্ত মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

(আরআই/এলপিবি/আগস্ট ২৬, ২০১৫)