বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে মায়ের আবেদনে মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ দিদারুল আলম এই কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হলো, চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মৃত জাফর আলীর ছেলে জাহিদ রায়হান (২৮)।

বাগেরহাটের চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মৃত জাফর আলীর মাদকাসক্ত ছেলে জাহিদ রায়হান (২৮) দীর্ঘদিন ধরে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নির্মম অত্যাচার করে আসছিল। নেশা করে সে বাড়িতে এসে অশ্লীল আচারণ ও খারাপ ভাষায় চিৎকার ও আসবাবপত্র ভাংচুর করত। তার ভয়ে গোটা পরিবার ভীত সন্তস্ত্র হয়ে পড়েন। এ থেকে রক্ষা পেতে তার মা হামিদা বানু উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবেদনপত্রটি পাওয়ার পর থানা পুলিশকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকালে থানার এএসআই আজিম জাহিদকে আটক করে এবং মায়ের অভিযোগের সত্যতা পান। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র দপ্তরে হাজির করলে মোবাইল কোর্টের মাধ্যমে জাহিদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

(একে/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)