বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চাঁন্দেশ্বর ক্যাম্প এলাকার কাতলার খালে বিষটোপ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষীরা অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৪ জেলেকে আটক করে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ক্যাম্পের বন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী জানান, চাঁন্দেশ্বর ক্যাম্প এলাকার কাতলার খালে বিষ দিয়ে মাছ শিকার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সুন্দরবন বিভাগ। এ সময় বিষ দিয়ে ধরা কিছু মাছসহ ৪ চোরা মাছ শিকারিকে আটক করা হয়। আটককৃত হচ্ছে, বরগুনা জেলার চড়দোয়ানী গ্রামের আব্দুল হকের ছেলে দুলাল হাওলাদার (২৫), একই গ্রামের ইউসুফ আলী খাঁর ছেলে রফিকুল (২৯), একই জেলার চাহেরাবাদ গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মোঃ আলমগীর (২৮) ও একই গ্রামের খোকন দাসের ছেলে মিঠুন দাস (২৪)। বৃহস্পতিবার বিকালে এদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

(একে/পি/অাগস্ট ২৭, ২০১৫)