নড়াইল প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে কূরুচিপূর্ণ কথাসহ উত্যক্তের প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর বাবা ও চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছে বাবুল মোল্যা (২৬) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল কুমড়ি পূর্বপাড়ার নাজেম মোল্যার ছেলে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্থরা জানান, কুমড়ি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফসানা মীম বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই তাকে (মীম) উত্যক্তসহ বিভিন্ন কূরুচিপূর্ণ কথা বলতো বাবুল। বিষয়টি মীম তার মাকে একাধিকবার জানানোর পরে ঢাকায় চাকরিরত তার বাবাকে জানানো হয়।এ ব্যাপারে বাবুল মোল্যার সাথে কথা বলতে ঢাকা থেকে মীমের বাবা বাড়িতে আসেন। শিশুকন্যাকে উত্যক্তের ব্যাপারে মীমের বাবা আজিজ খান (৩২) বাবুলের সাথে কথা বলতে গেলে তাকে (আজিজ) কুপিয়ে জখম করা হয়। এ সময় মীমের চাচাতো ভাই বাকি বিল্লাহকেও (২০) কুপিয়ে জখম করে।

লোহাগড়া থানার এসআই শিমুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যাপারে খোঁজখবর নেয়া হয়েছে ।


(টিএআরএম/এসসি/আগস্ট২৮,২০১৫)