বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের কচুয়ায় সজিব মোল্লা নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রের বাবা দেলোয়ার মোল্লা বাদী হয়ে চারদিন পর বৃহস্পতিবার রাতে নির্যাতনকারী জাকির হাওলাদরকে প্রধান আসামী করে ৩ জনের নামে কচুয়া থানায় একটি  মামলা দায়ের করে।

সোমবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বারইখালী এলাকায় ওই ছাত্রের উপর নির্যাতনের ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র সজিব মোল্লা কচুয়া উপজেলার বারইখালী গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে। সে বর্তমানে কচুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত স্কুল ছাত্র সজিবের বাবা দেলোয়ার মোল্লা বলেন, আমার ছেলে সজিবের সাথে একই এলাকার জাকির হাওলাদারের ছেলে সাথে তুচ্ছ ঘটনা ঘটে। এনিয়ে গত সোমবার সন্ধ্যায় সজিবকে শারীরীক নির্যাতন করে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, নির্যাতন কারীরা প্রভাবশালী হওয়ায় তারা আমাদেরকে নানা প্রকার ভয়ভীতি দেয়। মামলা দায়ের করা হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আহত স্কুল ছাত্র সজিব পড়াশুনার খরচ ও নিজের দরিদ্র পরিবারকে সাহায্য করতে স্কুলের ক্লাশ শেষে ব্যাটারী চালিত ভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করতো।

বাগেরহাটের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, স্কুল ছাত্র নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের দ্রুত আটকের জন্য পুলিশ তৎপরতা রয়েছে।


(একে/এসসি/আগস্ট২৮,২০১৫)