লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: ‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় গতকাল শনিবার সকালে বৃক্ষমেলা-২০১৫ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ৪ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যূঞ্জয় দাস প্রমুখ। বৃক্ষমেলায় ২৫টি স্টলে ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিক্রি করা হবে। আগামী ১ সেপ্টেম্বর বৃক্ষমেলা শেষ হবে।

(আরএম/এলপিবি/আগস্ট ২৯, ২০১৫)