আমরা ভারতের তীব্র পানি আগ্রাসনের শিকার
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন বীর বিক্রম বলেছেন দেশ স্বাধীন হওয়ার পরে ভারত আমাদের ৫৪টি নদীর প্রত্যেকটির উপর বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করেছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ভারতের তীব্র পানি আগ্রাসনের শিকার। পানির ন্যায্য হিস্যা থেকে আমাদের বঞ্চনার ক্ষেত্রে ভারতের সকল দলের সরকারের নীতি এক। আওয়ামীলীগ সরকারে থাকলে ভারতের জন্য সোনায় সোহাগা।
মেজর হাফিজ বলেন, আজকে যদি একটা নির্বাচন হতো কংগ্রেসের যে অবস্থা হয়েছে একই অবস্থা হতো আওয়ামী লীগের। আজকে দেশে খুনের মহোৎসব চলছে। নিহত ব্যক্তিদের স্বজনরা মনের দুঃখের কথা বলতে পারে না। কান্নারও খোলা জায়গা নেই তাদের জন্য।
তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীও এতো অত্যাচার করেনি যতটা বাঙ্গালীর উপর আওয়ামী লীগ সরকার করছে। খুনীরা হয় মন্ত্রীর জামাই, ছেলে। ফেনী, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুরসহ সারাদেশ আজ মৃত্যু উপত্যকা।
হাফিজ বলেন, আওয়ামীলীগ সরকারের কাছে মানুষের জীবনের কোন মূল্য নেই। শুধু একটি বিষয়ে তাদের মূল্য আছে সেটা হলো ভারতের চাওয়া পাওয়া। বাংলাদেশের মানুষের যে পানির প্রয়োজন আছে আওয়ামীলীগের মন্ত্রীদের কথায় কখনো তা প্রকাশ পায়নি।
তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। প্রতিদিন লাশ হতে চাই না। নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চাই। নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের ঘটনায় কোথায় সরকার অপরাধীদের খুঁজে বের করবে, তা না করে প্রধানমন্ত্রী রুষ্ট হয়ে গেছেন হাইকোর্টের উপর।
(ওএস/এটিআর/মে ২৩, ২০১৪)