পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পাথরঘাটা মহাবিদ্যালয় সরকারিকরণের দাবিতে পাথরঘাটায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবিরা আন্দোলন শুরু করেছে।

রবিবার সকাল ১০টায় জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানব বন্ধনে সরকারের ঘোষণা অনুযায়ী উপজেলা সদরের মহাবিদ্যালয়কে বাদ দিয়ে অন্য কোন প্রতিষ্ঠানকে জাতীয়করণের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুমকি প্রদান করেন। শিক্ষার্থীরা উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

শহরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহাবিবদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, আইনজীবি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যে উপজেলা শহরের পাথরঘাটা মহাবিদ্যলয়টি জাতীয়করণের জন্য সরকারের শিক্ষা বিভাগে তথ্যাদি পাঠান হয়েছে।

সরকার উপজেলা সদরের মহাবিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিলেও উপজেলা শহরের বাইরের মহাবিদ্যালয়ের নাম প্রস্তাব পাঠান হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকগণ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাথরঘাটা উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রদান করে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকার জানান, দ্রুত ওই স্মারকলিপি যথা স্থানে প্রেরণ করা হবে।

শিক্ষানুরাগি ও পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব জানান, ১৯৮৫ সালে উপজেলা চেয়ারম্যান থাকা কালে এলাকার দাবির প্রেক্ষিতে পাথরঘাটা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করি কিন্তু দেশের সর্ব দক্ষিণের এ শিক্ষা প্রতিষ্ঠানটির জাতীয়করণ এখন সময়ের দাবি।

(এসআইকে/এলপিবি/আগস্ট ৩০, ২০১৫)