বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকগণ তাঁর হার্টের ব্লক অপসারণ করে রিং বসানোর পর থেকে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন।

সোমবার দুপুরে মুঠোফোনে সিরাজ উদ্দিনের সহধর্মিনী এ তথ্য জানিয়ে বলেন, তাঁর (সিরাজ উদ্দিন) শারীরিক অবস্থািএখন তুলনামূলক ভালো। ডাক্তাররা তাঁকে আশংঙ্কামুক্ত বলে জানালেও নিবিড় পর্যবেক্ষণ থাকার পরামর্শ দিয়েছেন। তিনি সিরাজ উদ্দিনের সুস্থতার জন্য তাঁর শুভাকাঙ্খি ও সহকর্মী মুক্তিযোদ্ধাসহ দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট সিরাজ উদ্দিন বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে জরুরী ভিত্তিতে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হার্টে দু’টি ব্লক ধরা পড়লে ডাক্তাররা তাকে অপারেশনের পরামর্শ দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা তাঁর হার্টের ব্লক অপসারণ করে দু’টি রিং বসানোর পর থেকে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন।

এদিকে সিরাজ উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। হুইপ হাসপাতালে গিয়ে তাঁর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।

(এলএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৫)