বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অজ্ঞাত রোগ ও বজ্রপাতে ১৩ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ক্লাস চলাকালে বুধবার দুপুরে এক-এক করে অজ্ঞাত রোগে ১০ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। এসময় অন্যান্য শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

অসুস্থ্য ছাত্রীদের দ্রুত পার্শ্ববতি ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ্যরা হল তাসরিকুল খাতুন, সুমাইয়া আক্তার, হাফিজা খাতুন, ফতেমা খাতুন, লামিয়া আক্তার, হুমাইরা খাতুন, নিতু খাতুন, রাবেয়া খাতুন, মাফরুহা খাতুন, সুরাইয়া খাতুন। এরা সকলেই ৪র্থ শ্রেনীর ছাত্রী। তাৎক্ষনিক ভাবে রোগের নাম জানা যায়নি। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এটা ম্যাস হিষ্ট্রিরিয়া রোগ।

অপরদিকে ফকিরহাট উপজেলার ফলতিতা শ্বশধর সমাজ কল্যান মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে প্রায় একই সময়ে বজ্রপাতের ঘটনায় ৩ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে তাদের ফকিরহাট হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হল সপ্তম শ্রেণির শ্রবন্তি মন্ডল, মেঘনা সরকার ও ষষ্ঠ শ্রেনীর মন্দিরা বিশ্বাস। বজ্রপাতের সময় বিকট শব্দে শিক্ষাথীরা আতংকগ্রস্থ হয়ে পড়ে। এসময় এই ৩ ছাত্রীর জ্ঞান হারিয়ে ফেললে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

(একে/এসসি/সেপ্টেম্বর০২,২০১৫)