বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট সদর, মোরেলগঞ্জে ও ফকিরহাটের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অজ্ঞাত রোগ ও বজ্রপাতের ঘটনায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ ৬৩ জন আসুস্থ্য হয়ে পড়েছে।

বুধবার সকালে জেলার মোরেলগঞ্জের ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ২ শিক্ষক, ১ কর্মচারী ও কমপক্ষে ৫০ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে ওই এলাকায় একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলী হোসেন বলেন, মঙ্গলবার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ২২জন ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বুধবার একইভাবে সকালে সমাবেশ চলাকালে অনেক ছাত্রছাত্রী জ্ঞান হারিয়ে পড়ে যায়। অনেকের খিচুনি উঠেছে। অসুস্থদেরকে নিকটস্থ মহসীন ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।

ফাউন্ডেশনের মেডিকেল এ্যাসিসট্যান্ট ডা. অশোক কুমার বিশ্বাস বলেন, আমার ক্লিনিকে আজ ৪০ জন ছাত্রছাত্রী চিকিৎসা নিয়েছেন। এছাড়া সহকারী শিক্ষক কামরুল ইসলাম, বেল্লাল হোসেন, ৪র্থ শ্রেণির কর্মচারী সেলিম হোসেনও একইভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এর অধীকাংশই ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রী। এদের সুস্থ হতে দেড় দুই ঘন্টা সময় লাগছে।

সুস্থ হবার পরে কয়েকজন শিক্ষার্থ জানান, প্রথমে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে আর কিছু মনে থাকেনা।

অপরদিকে বাগেরহাটে অজ্ঞাত রোগ ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা চলাকালে বুধবার দুপুরে এক-এক করে অজ্ঞাত রোগে ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এসময় অন্যান্য শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অসুস্থ ছাত্রীদের দ্রুত পার্শ্ববতি ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থরা হল তাসরিকুল খাতুন, সুমাইয়া আক্তার, হাফিজা খাতুন, ফতেমা খাতুন, লামিয়া আক্তার, হুমাইরা খাতুন, নিতু খাতুন, রাবেয়া খাতুন, মাফরুহা খাতুন, সুরাইয়া খাতুন। এরা সকলেই ৪র্থ শ্রেণির ছাত্রী। তাৎক্ষণিক ভাবে রোগের নাম জানা যায়নি। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এটা ম্যাস হিষ্ট্রিরিয়া রোগ।

অপরদিকে ফকিরহাট উপজেলার ফলতিতা শ্বশধর সমাজ কল্যান মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে প্রায় একই সময়ে বজ্রপাতের ঘটনায় ৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের ফকিরহাট হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হল সপ্তম শ্রেনীর শ্রবন্তি মন্ডল, মেঘনা সরকার ও ষষ্ঠ শ্রেণির মন্দিরা বিশ্বাস। বজ্রপাতের সময় বিকট শব্দে শিক্ষাথীরা আতংকগ্রস্থ হয়ে পড়ে। এসময় এই ৩ ছাত্রীর জ্ঞান হারিয়ে ফেললে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

(একে/এলপিবি/সেপ্টেম্বর ২, ২০১৫)