বরিশাল প্রতিনিধি: আগৈলঝাড়া উপজেলার অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন সাবেক এক এনজিও কর্মী।

ঘটনাটি ঘটেছে উপজেলার বাকাল গ্রামে মঙ্গলবার রাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বাকাল গ্রামের এক বিধবার সাথে পশ্চিম বাকাল গ্রামের যোগেশ মালাকারের ছেলে সাবেক এনজিও কর্মী পিটার মালাকার (৪৫) অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনগণ হাতে নাতে তাদের আটক করে গনধোলাই দেয়।

সূত্র মতে, ৭-৮ বছর পূর্বে ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই ওই বিধবা মহিলা বাড়িতে একা থাকতেন। সে সুযোগে পিটার মালাকার ওই বাড়িতে যাতায়াত শুরু করে। পিটারকে অনৈতিক কাজের জন্য এর পূর্বেও এলাকাবাসী তার পরিবারে লোকজনের কাছে একাধিবার বিচার দিয়েও পিটারকে অসামাজিক কাজ থেকে বিরত করতে পারেনি।

(টিবি/এলপিবি/সেপ্টেম্বর ২, ২০১৫)