বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে ৪ বিএনপি নেতার বাড়িতে শাসক দলের আশ্রিত ক্যাডাদের হামালা ও ভাংচুরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে  জেলা বিএনপি বুধবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে।

জেলা বিএনপির সভাপতি এম এ সালাম সংবাদ সম্মেলনে বলেন, সোমবার রাতে শাসক দলের একদল সশস্ত্র সন্ত্রাসী জেলা বিএনপির যুগ্ সম্পাদক শেখ সমশের আলী মোহন ও পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির বাড়িতে ব্যাপক হামালা ভাংচুর চালায়। এরপর তারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর শেখ মনিরুজ্জামান মনির কার্যালয় ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এলাহি মল্লিক আলমের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে। এসকল স্থানে সন্ত্রাসীরা লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। একই দিন সন্ধ্যায় সন্ত্রাসীরা সাবেক ছাত্রদল নেতা বাবলা হালদার বিপ্লব ও যুবদল নেতা আজগরকে মারপিট করে আহত করে। এসব ঘটনায় থানায় অভিযোগ জানিয়েও কোন প্রতিকার মিলছেনা বলে জানান হয়।

সংবাদ সম্মেলনে দাবী করা হয়, গত ৩১ ফেব্রুয়ারী রাতে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বাড়ি ফেরার পথে শাসক দলের সসস্ত্র ক্যাডার বাহিনী যুবদল ও ছাত্রদল নেতাদের উপর হামালা চালিয়ে ছাত্রদল নেতা মিঠুর হাত পা ভেঙ্গে দেয়। এ সকল ঘটনায় পুলিশকে অবহিত করেও কোন প্রতিকার পাওযা যাচ্ছে না। বিএনপি শাসক দলের হামলা মামলা, গুম- খুন ও পুলিশি নির্যাতনের গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ওয়ালিউজ্জামান মোজা, যুগ্ন সমপাদক শেখ শমসের আলী মোহান, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি ও সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক এলাহি মল্লিক আলম, জেলা যুবদলের সাধারন সম্পাদক মোল্লা আইয়ুব আলী বাবু, যুবদল নেতা মহিতুজ্জামান দুলাল,পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভুইয়া প্রমুখ।


(একে/এসসি/সেপ্টম্বর ০২,২০১৫)