গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আজমল হুসাইন সরদারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের মিয়াপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার এমএইচ খান কলেজের ভাইস-প্রিন্সিপাল।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াতের ঘোষিত কর্মসূচিতে তিনি অপরাধমূলক কর্মকান্ড বা নাশকতা সৃষ্টি করতে পারেন এমন আশংকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


(এমএইচএম/এসসি/সেপ্টেম্বর০৩,২০১৫)