বরিশাল প্রতিনিধি: ভারিবর্ষণ ও প্রবল জোয়ারের পানির স্রোতে জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে সন্ধ্যানদীর পানিতে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

ফলে ওইসব গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানের বরজ, মাছের ঘের, উঠতি আমন ধান ও বীজতলা তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন জানান, বুধবার রাতে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হানুয়া, আশোয়ার, বান্না অংশের ভেড়িবাঁধ ভেঙ্গে সন্ধ্যা নদীর পানিতে হানুয়া, আশোয়ার, বান্না, বানকাঠী, পূর্ব মাদারকাঠী, পূর্ব নারায়নপুর, নিত্যানন্দী, হরিদ্রাপুর, কমলাপুর ও দোসতিনা গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাছের ঘের তলিয়ে ভেসে গেছে কয়েক লাখ টাকার মাছ। পানবরজ তলিয়ে যাওয়ায় চাষীদের এখন পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এসব গ্রামের চাষীদের পানবরজ, মাছের ঘের ও ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা জানান, ক্ষতিগ্রস্থ চাষীদের তালিকা তৈরির কাজ চলছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

(টিবি/এলপিবি/সেপ্টেম্বর ৩, ২০১৫)