বান্দরবান প্রতিনিধি : বান্দরবান বিজিবি’র সেক্টরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজিবি’র দায়িত্বশীল সূত্র জানায়, বান্দরবান জেলার খানসামা পাড়া সংলগ্ন বিজিবি’র নতুন সেক্টরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মোঃ মানিক (২৬) নামে এক নির্মাণ শ্রমিক বিকেল ৩টায় বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মানিক দীর্ঘদিন ধরে বিজিবি’র সেক্টরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। তার গ্রামের বাড়ী চট্টগ্রামের বাঁশখালীতে।

বিজিবি’র সেক্টর অফিস থেকে জানানো হয়, মানিক অসাবধান হয়ে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সাথে সাথে মেইন স্ল্যাইচ বন্ধ করে দেওয়ার পর অজ্ঞান হয়ে সে মাটিতে পড়ে যায়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ০৩, ২০১৫)