বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছেন। শুক্রবার সকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীরবাহাদুর এমপি’র বাসভবনে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান চলামং মার্মা এবং তারাছা ইউনিয়নের চেয়ারম্যান থোয়াই চিং মার্মার নেতৃত্বে ইউপি সদস্যসহ আনুষ্টনিক ভাবে ২শতাধিক বিএনপি’র নেতাকর্মী যোগদান করেন।

যোগদানকারীরা পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির হাতে উপহার হিসেবে নৌকা তুলে দিয়ে যোগদান করেন। যোগাদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচংগ্যা, মহিলা সদস্য তিংতিংম্যা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কুমার দাশসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগাদান অনুষ্টানের পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি যোগদান কারীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন। এসময় যোগাদানকারীদের উদ্যোশে তিনি বলেন ,বান্দরবানের উন্নয়নে পাহাড়ী বুঝিনা, বাঙ্গালী বুঝিনা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান কিছুই বুঝিনা। উন্নয়নের স্বার্থে সকলেই সমান। এলাকায় উন্নয়ন করার সময় গোত্র বা সমাজ দেখে উন্নয়ন করা হয় না। এলাকার স্বার্থে যেখানে যা প্রয়োজন সেখানে সে প্রকল্প হাতে নিয়ে উন্নয়ন করা হচ্ছে। তিনি বান্দরবানের উন্নয়নে সকলকে এগিয়ে আসার এবং আমাকে সহযোগিতার করার আহবান জানান।


(এএফবি/এসসি/সেপ্টেম্বর০৪,২০১৫)