মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথী জন্মাষ্টমী উপলক্ষে শনিবার ময়মনসিংহের মুক্তাগাছায় শ্রীমদ্ভাগবত, আলোচনা, গীতা, শ্লোক, চিত্রাংকন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুক্তাগাছা উপজেলা শাখা আয়োজিত ৫৬ প্রহর মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সত্য স্বপন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন দাস, সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, স্মৃতিময় গোস্বামী নিমাই, চন্দন সাহা, অধ্যাপক সঞ্জিব দত্ত, আ্যাডভোকেট মন্মথ দাস প্রমুখ ।

(এমডি/এলপিবি/সেপ্টেম্বর ০৫, ২০১৫)