কথা কও

নতুন সকালে দূর্বাঘাসে অনাগত শিশির কথা কয়,
মাঠে মাঠে সবুজ সমারোহে জয় হবে নিশ্চয়!
প্রকৃতিতে সাড়া জেগেছে বিদুৎ বেগে বসে
থেকে লাভ কি?
বিক্ষোভে বিক্ষোভে আনোএকটু শান্তি।
নতুন প্রভাতে কথা কয়!
প্রাণের তাগিদে দেশটাকে উঁচু করতে কন্ঠে তুলো জয়গান।
ভুলে যাও যত হিংস্র পাশবিক অসামাজিকতা।
ভাবিকাল হতে ঘুমিয়ে থাকা ইতিহাসও-
কথা কয়!
গর্জে উঠে শপথে শপথে, ঘুমিয়ে থেকে লাভ কি?
প্রজন্মের অরুণ-তরুণ কাঁচা।
কথা কও! কথা কও! কথা
কও! একটু কথা প্রাণ খুলে!
কথায় বাঁচায়-
দেখনি ৭১ রে,
সন্ধ্যের আঁধারও কথা কয়!
প্রদ্বীপ শিখায় শিখায় আরতির ছলে।
তুমিও কথা কও সত্যান্বেষী বেশে
দেশটাকে আপন করে মানুষকে ভালবেসে
সম্ভবনার চিন্তাতে।।