বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেনা সদস্যরা ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৭০ রাউন্ড গুলি, নগদ টাকা, চাঁদার রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় ২ পাহাড়ী সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

সেনা সুত্র জানায়, রুমা সেনা গ্যারিসনের এক মেজর’র নেতৃত্বে সেনা বাহিনীর একটি টিম রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রুমা উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মিহির চাকমা (৩৩) ও উক্যসিং মারমা (৩০) নামে ২ পাহাড়ী সন্ত্রাসীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি অত্যাধুনিক এ-কে ২২ রাইফেল, ১টি বিদেশী পিস্তল, ৭০ রাউন্ড তাজা গুলি, নগদ ২ লক্ষ টাকা, বেশ কিছু চাঁদার রশিদ, ৫টি মোবাইল সেট, ৭টি সিমকার্ড ও ১টি ছুরি উদ্ধার করে।

আটক মিহির চাকমার বাড়ী রাঙ্গামাটি জেলার জুরাছড়ি এলাকায় এবং উক্যসিং মারমার বাড়ী রুমা উপজেলায়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ঐ এলাকায় অবস্থান করে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছে।

সেনা কর্মকর্তারা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা জনসংহতি সমিতির সদস্য বলে স্বীকার করেছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের রুমা থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

(এএফবি/এলপিবি/সেপ্টেম্বর ৬, ২০১৫)