ফেনী প্রতিনিধি: ফেনী শহরের পাঠানবাড়ী রোডে দুই কিশোরীকে জিম্মি করে দেহ ব্যবসা চালিয়ে আসছে প্রতারক চক্র।

বিষয়টি টের পেয়ে রবিবার রাতে ফেনী মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার তাছলিমা আক্তার নাজিফা ও রিনা নামের দুই কিশোরীকে গৃহপরিচারিকার কাজ দেয়ার কথা বলে শহরের পাঠানবাড়ী রোডে আনে জনৈক ব্যক্তি। ওই ব্যক্তি তাদেরকে ৮ হাজার টাকার বিনিময়ে গত ১৫ দিন আগে ওই চক্রের কাছে বিক্রি করে দেয়।

পরে ওই কিশোরীদের জাহাঙ্গীর নিবাসের নিচতলার বাসায় জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হত। গত তিন দিন আগে কৌশলে তাসলিমা ওই জিম্মিদশা থেকে বের হলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ রাতে ওই বাসায় হানা দেয়। সেখান থেকে নির্যাতিতা কিশোরী রিনা ছাড়াও প্রতারক চক্রের সদস্য তাসলিমা আক্তার, তার স্বামী সাইফুল ইসলাম, রুপিয়া আক্তার আরজু ও তার স্বামী আবদুল মোতালেব রিপনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ভাড়া বাসা নিয়ে এ ব্যবসা চালিয়ে আসছে।

ফেনী মডেল থানার এসআই আজিজ আহমেদ নির্যাতিতা কিশোরীদের উদ্ধার ও প্রতারক চক্রের চার সদস্যকে আটকের সত্যতা নিশ্চিত করেছে।

(এসএমএ/এলপিবি/সেপ্টেম্বর ৭, ২০১৫)