মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার চরঠেংগামারা গ্রামের দিন মজুর রিপন বেপারীর কিশোরী মেয়েকে (১৫) অপহরণের দেড় মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

তবে অপহৃত কিশোরীর বাবার দায়ের করা অপহরণ মামলার পর পুলিশ ঢাকার কেরানিগঞ্জ থেকে দেলোয়ার হোসেন (৪৫) ও শিবচর উপজেলার কাঠালবাড়ি ঘাট থেকে খোরশেদ দর্জী (২৫) নামের ২ আসামীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রেফতার দুই আসামীকে রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা অপহৃতার ব্যাপারে কোন সন্ধান দিতে পারেনি।

ঐ কিশোরীর বাবা রিপন বেপারী জানায়, আমার মেয়েকে অপহরণ করে পাচার করা হয়েছে। তাই তার কোন সন্ধান পাচ্ছিনা। আমি দ্রুত আমার মেয়ের সন্ধান চাই।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ির রাস্তা থেকে ঐ কিশোরীকে অপহরণ করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল ও পলাশ। এ সময় তাদের সাথে একই গ্রামের তারা মিয়ার ছেলে রাসেল ও উজ্জ্বলসহ প্রায় ১০/১২জন যুবক ছিলো।

এই ঘটনায় অপহৃতার বাবা কালকিনি থানায় মামলা করলে পুলিশ দুই আসামীকে গ্রেফতার করলেও অপহৃত কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তাকে উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।

(এএসএ/এলপিবি/সেপ্টেম্বর ৮, ২০১৫)