মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের ফজলগঞ্জ বাজারে এলজিইডির ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা টোলঘর দখল করে জমজমাটভাবে ব্যবসা চালিয়ে আসছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা।

এতে সাধারণ মানুষের জন্য টোলঘরটি নির্মাণ করা হলেও তা বাজারের ক্রেতা বিক্রেতাদের কোন কাজে আসছে না বলে জানিয়েছে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন ব্যবসায়ী, স্থানীয় ও সরেজমিনে গেলে জানা যায়, প্রায় ১৫/১৬ বছর আগে বাজারের উন্নয়নে এবং ক্রেতা বিক্রেতাদের সুবিদার্থে এলজিইডির মাধ্যমে ১০ লাখ টাকা ব্যয়ে এই টোলঘরটি নির্মাণ করা হয়।

নির্মাণের পর কয়েক বছর সেখানে জমজমাটভাবে বাজার বসেছে। কিন্তু টোলঘরটির ওপর প্রভাবশালীদের দৃষ্টি পড়লে প্রথমে নানা বর্জ ও ময়লা ফেলে টলঘরটি পরিত্যক্ত করা হয়। পরে তা আস্তে আস্তে দখল করা হয়।

বাজারের প্রভাবশালী ব্যবসায়ী লামিয়া ডেকরেটরের মালিক মো. কালাম ওরফে কালু বেপারী প্রথমে দখল করে। তার ব্যবসায়ের ডেকরেটরের মালামাল রাখা শুরু করে। পরে তার দেখাদেখি অন্য প্রভাবশালীরাও দখল করে নেয়। বর্তমানে পুরো টলঘরটি প্রভাবশালীদের দখলে থাকায় এখন সাধারণ ক্রেতা বিক্রেতাদের কোন কাজে আসছে না। এছাড়াও দখলদাররা ব্যবসায়ীদের সরকারীভাবে বন্দবস্ত দেয়া চান্দিনা ভিটিও দখল করে নিয়েছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহরাব বেপারী টলঘর দখলের সত্যতা স্বীকার করে বলেন, ‘টোলঘরটি সরকার সাধারণ ক্রেতা বিক্রেতাদের জন্য নির্মাণ করলেও তা এখন দখল হয়ে গেছে। ফলে বাজারের উন্নয়নে সেটি আর কোন কাজে আসছে না।’

এ ব্যাপারে ইউএনও মো. হেমায়েত উদ্দিন বলেন, ‘দখলদারদের নোটিশ করে ব্যবস্থা নেয়া হবে।’

অভিযুক্ত কালাম ওরফে কালু বেপারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করেনি।

(এএসএ/এলপিবি/সেপ্টেম্বর ৮, ২০১৫)