ফেনী প্রতিনিধি: অবশেষে বহুল আলোচিত  ফেনীর সোনাগাজী উপজেলার  চর দরবেশ ইউনিয়ন ও চর ছান্দিয়া ইউনিয়নের সেই দুই চেয়ারম্যান এখন কুমিল্লা কারাগারে ।

জানা যায়, গত ৫ জানুয়ারী উত্তর চর ছান্দিয়া ভোট কেন্দ্রে হত্যা, বিষ্ফোরন ও সোনাগাজী পৌর শহরে প্রকাশ্যে পুলিশের উপর হামলা, নাশকতা, লুট ও যুবলীগ নেতা ইমাম হোসেন বল্টর হত্যা, যুবদল নেতা আবদুর রহমান মানিক হত্যা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাভুক্ত উপকূলীয় অঞ্চলের জলদস্যু ও ডাকাতদের পৃষ্টপোষক চেয়ারম্যান আবুল কালাম ও সামছুদ্দিন খোকন এখন কুমিল্লা কারাগারে।

কারাগার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার সময় দুই চেয়ারম্যান তাদের ব্যাক্তিগত আইনজীবি এড. শাহজাহান সাজু ও আনোয়ারুল কাদের ফারুক এর মাধ্যমে ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত- ৩ খায়রুন্নেসার আদালতে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে আত্মসমর্পন করলে আদালত জামিন না মঞ্জুর করে প্রথমে ফেনী কারাগারে প্রেরনের নির্দেশ দিলে তাদের আইনজীবিদের অনুরোধে কুমিল্লা কারাগারে প্রেরণ করে।

এদিকে তাদের জামিন না মঞ্জুরের খবর পেয়ে ঐ দুই ইউনিয়নের অনেক জায়গায় মিষ্টি বিতরন ও আনন্দ উল্লাশ করে স্থানীয় জনগণ ।

(এসএমএ/এলপিবি/সেপ্টেম্বর ৮, ২০১৫)