মাগুরা প্রতিনিধি : মাগুরায় র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গণসাক্ষরতা অভিযান ও স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে মাগুরা জেলা প্রশাসকের চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় সংস্থার নিবার্হী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী গোকুল কৃষ্ণ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকতা মো: রফিকুল ইসলাম, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুর হালিম ও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু।

অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন অধ্যাপক হাবিবুর হাসান। প্রধান আলোচক ছিলেন মাগুরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড.রবিউল ইসলাম ও জেলা অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন। সভায় প্রত্যেক বক্তা সাক্ষরতা বিষয়ে নানা সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সমাজসেবক, সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন ।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোভা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মদ ।

(ডিসি/অ/সেপ্টেম্বর ০৮, ২০১৫)