গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে একটি স্কুলে বজ্রপাতে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের মধ্যে গুরুতর ১০ জন ছাত্রীকে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের বিরতির সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক সিরাজুল হক জানান, দুপুর একটা থেকে টিফিন ঘন্টা চলছিল। তখন গুড়ি গুড়ি বৃষ্টির সাথে সাথে একের পর এক বজ্রপাত হচ্ছিল। শিক্ষার্থীদের কেউ টিফিন খাচ্ছিল, কেউ বা নামাজে ছিল। দেড়টার দিকে স্কুল ভবন ঘেঁষে হঠাৎ বজ্রপাত হয়। বিদ্যুতের তীব্র ঝলকানি আর বিকট শব্দে ক্লাশের ৩০ ছাত্রছাত্রী অচেতন হয়ে মাটিতে পড়ে গড়াগড়ি করতে থাকে। এ সময় শত শত শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্কুল সংলগ্ন বলদীঘাট বাজারের লোকজন এসে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণীর রুবাইয়া, ৭ম শ্রেণীর তানিয়া, শম্পা, তুসি ও তামান্না, ৮ম শ্রেণীর নুসরাত ও ইফাত, ৯ম শ্রেণীর ঈশা এবং ১০ম শ্রেণীর নাছরিন ও তাছলিমাকে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নুসরাত, ইফাত ও শম্পার অবস্থা গুরুতর। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ছাত্রীরা জানায়, বজ্রপাতের সময় তাদের শরীরের আগুন লেগেছে এমন তাপ অনুভুত হয়। তারপর অনেকেই জ্ঞান হারায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান জানান, আহতদের শরীর ঝলসায়নি। তারা বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কগ্রস্থ হয়ে অসুস্থ্য হয়ে পড়ে।

(এসএএস/অ/সেপ্টেম্বর ০৮, ২০১৫)