গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি শিল্প এলাকার কেয়া গার্মেন্টে পানি খেয়ে বুধবার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।

তাদের নিকটবর্তী শরীফ জেনারেল হাসপাতাল, কোনাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

শ্রমিকরা জানায়, বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় যোগ দেয়। বেলা ১১টার দিকে কারখানার পানি পান করার পর তাদের বমি, মাথা ঘোরানো ও পেটে ব্যাথা শুরু হয়। দ্রুত উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, ঘটনার পর ওই কারখানায় বুধবারের জন্যে ছুটি ঘোষণা করা হয়। ক্লিনিক ও হাসপাতালে ২-৩ ঘন্টা চিকিৎসা নেওয়ার পর অসুস্থ শ্রমিকদের অনেকেই বাসায় ফিরে গেছেন। তাছাড়া পরীক্ষার জন্যে পানির নমুনা ঢাকার মহখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

(এসএএস/এলপিবি/সেপ্টেম্বর ৯, ২০১৫)