গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কামরুজ্জামান (২৫) নামে এক ভূয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকালে সদর হাসপাতাল থেকে ওই ভূয়া চিকিৎসককে আটক করা হয়।

আটককৃত কামরুজ্জামান দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আওলাখড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, বেশ কিছুন যাবৎ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় সদর হাসপাতালের চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে আসছিলেন কামরুজ্জামান।

বিষয়টি সন্দেহ হলে বিকালে এলাকাবাসী কামরুজ্জামানকে আটক করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে সে ভূয়া চিকিৎসক প্রমানিত হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ গিয়ে কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৫)