মাগুরা প্রতিনিধি: শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকুকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তহমিনা আকতারকে (প্যানেল চেয়ারম্যান-২) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত পত্রে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানা গেছে।

তার বিরুদ্ধে আদালতে এস-টি-সি ৪৪/১৫ ও শালিখা থানার জি আর মামলা নং-০৮/২০১৫ এর অভিযোগ পত্র গত ১৭ আগষ্ট বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চলতি বছরের ১৪ জানুয়ারী রাতে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ব্রীজের উপর একটি বাসে আগুন দেওয়াকে কেন্দ্র করে শালিখা থানা পুলিশ মোজাফ্ফর হোসেন টুকুসহ ৩০ নেতা কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

১১ আগষ্ট টুকু জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসর্মপন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ডিসিএলপিবি/সেপ্টেম্বর ১১, ২০১৫)