গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় প্রশান্ত বিশ্বাস (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়’টায় ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবর্দি ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত ভ্যান চালকের বাড়ি মুকসুদপুর উপজেলার বহুগ্রামে।

মুকসুদপুর থানার এএসআই ফয়বর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী সেবাগ্রীণ লাইনে একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ওই ভ্যান চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ভ্যানটি দুমড়ে-মুচরে যায়।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এমএইচএম/এলপিবি/সেপ্টেম্বর ১১, ২০১৫)