চাঁদা খেয়ে দাদা হইছ

(উৎসর্গ : আন্দোলনরত ছাত্র সমাজ)

আমরা হলাম ছাত্র সমাজ
মানবনা কোনো বাঁধা
শিক্ষার জন্য দিবনা মোরা
কোনো রকম চাঁদা।

চাঁদা খেয়ে দাদা হইছ
সাহস হইছে বেশি
চাঁদা দেবনা ওগো দাদা
আমারা ছাত্র বাংলাদেশী।

স্বাধীনতার জন্য ছেড়েছি আমারা
খাতা-কলম-বই
বলেন মন্ত্রী-এই দুর্নীতি
কেমন করে সই।