মাগুরা প্রতিনিধি: মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের ছয়চার গ্রামে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী।

গত রাতে আটক করা বাঘটি শুক্রবার দুপুরে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ওই গ্রামের বাসিন্দা আমির হোসেন জানান, রাত ১টার দিকে ছয়চার গ্রামের হাবিবুর রহমানের বাড়ির ছাগলের ঘরে ঢুকে পড়ে বাঘটি। পরে তারা কৌশলে ঘরের দরজা বন্ধ করে স্থানীয়দের সহযোগিতায় বাঘটি আটক করেন। এটিকে একটি খাঁচায় ভরে রাখা হয়েছে। বাঘটি সুস্থ রয়েছে। মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট, সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। ধূসর বর্ণের মেছো বাঘটি উদ্ধারের পর এটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় জমায়।

শুক্রবার দুপুরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম মাগুরা সদর থানা চত্বরে বাঘটি বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

মাগুরা জেলা বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র জানান, ‘এটি একটি বিপন্নপ্রায় মেছো বাঘ। বাঘটিকে খুলনায় বিভাগীয় বন্য প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে।

(ডিসি/এলপিবি/সেপ্টেম্বর ১১, ২০১৫)