শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের  চাঁদপাই রেঞ্জের  হারবাড়িয়া এলাকা থেকে অর্ধ কোটি টাকা মুক্তিপণের দাবিতে ৫০ জেলেকে অপহরণ করেছে বনদুস্য আওয়াল (ওরফে ছোট) বাহিনীর সদস্যরা। শুক্রবার দিবাগত গভীর রাতে এই অপহরণের ঘটনা ঘটে বলে সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছে।

মংলা উপজেলার কালিকাবাড়ি গ্রামের জেলে সমির মণ্ডল জানান, শুক্রবার রাত ৯টার দিকে পুর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় শতাধিক জেলে মাছ আহরণ করছিল। এ সময় বনদস্যু আওয়াল বাহিনীর ১০/১২ জনের একটি সশস্ত্র দল জেলে বহরে হামলা চালিয়ে মাছ-জাল লুট করে অর্ধ কোটি টাকা মুক্তিপণের দাবিতে কমপক্ষে ৫০ জেলেকে অপহরনের পর গহীন অরন্যে নিয়ে গেছে। অপহৃত জেলেদের বাড়ি মংলা, রামপাল ও দাকোপের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে ।
শনিবার সকালে বনদস্যুরা জেলে সমির মন্ডলকে খাদ্য সামগ্রী ক্রয় করায় জন্য পাঠালে এ অপহরনের কথা সংবাদ কর্মীদের জানায়।
এ ব্যাপার সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. আমির হোসেন চৌধূরী লোক মুখে জেলে অপহরণের কথা শুনেছেন এবং খোজ খবর নিচ্ছেন বলে মুঠোফোনে জানিয়েছেন । অপর দিকে, শনিবার দুপুরে কোষ্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন ষ্টাফ অফিসার লে. কমান্ডার আলাউদ্দিন নয়ন মোবাইল ফোনে সুন্দরবন বিভাগের একজন কর্মকর্তার মাধ্যমে ১০/১২ জন জেলে অপহরণের খবর শুনেছেন এবং অপহৃত জেলেদের উদ্ধারে কোষ্টগার্ড অভিযান শুরু করেছে বলে তিনি জানান।
(এএমআর/এএস/মে ২৪, ২০১৪)