বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু জাহাংগীর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বনদস্যু রফিকুল ইসলামকে (৪০) আটক করেছে কোস্টগার্ড।

শনিবার গভীর রাতে সুন্দরবনের কৈখালী এলাকায় অভিযান চালিয়ে এই বনদস্যুকে আটক করা হয়। আটক বনদস্যু রফিকুল ইসলামের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকায়। মংলা কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

কোস্টগার্ড জানায়, সুন্দরবনের কৈখালী এলাকায় বনদস্যু জাহাংগীর বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে বনদস্যু জাহাংগীর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলামকে আটক করা হয়। আটক রফিকুলের বিরুদ্ধে সুন্দরবনসহ উপকূলে জেলে-বনজীবীদের মুক্তিপনের দাবিতে অপহরনসহ একাধিক অভিযোগ রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

(একে/এনএস/সেপ্টেম্বর ১৩, ২০১৫)