স্টাফ রিপোর্টার : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকার ওভার ব্রিজের নিচে রাস্তা অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

 

সোমবার সকাল সোয়া ১০টার দিকে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে তারা রাস্তা অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টির কারণে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার সড়ক অবরোধ করেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

পরের দিন বৃহস্পতিবার একই দাবিতে রাজধানীর প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ দিন কার্যত গোটা রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হলে ভয়াবহ এক দুর্ভোগে পড়েন পথচারীরা। পরে ১১ ও ১২ সেপ্টেম্বর দু’দিন বিরতি দিয়ে রবিবার রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৫)