গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক প্রধান শিক্ষকের যৌন আচরনের প্রতিবাদে ও তার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

সোমবার সকাল ১০টায় জেলা শহরের বীণাপাণি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এসব কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে সেখানে প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানায়।

এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইমরান আলী স্কুলের শিক্ষার্থীদেরকে নানা সময়ে যৌন হয়রানী মূলক আচরন করে থাকেন এমন অভিযোগ আনে স্কুলের শিক্ষার্থীরা। এ ছাড়াও শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও এনেছে।

বেলা সোয়া ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে দেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। সেখানে তারা বেলা ১টা পর্যন্ত অবস্থান নেয়।

জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান আন্দোলনকারীদেরকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

(এমএইচএম/এলপিবি/সেপ্টেম্বর ১৪, ২০১৫)