গাইবান্ধা প্রতিনিধি : ঈদ-উল আজহা উপলক্ষ্যে বিপনী বিতান সমূহের ও সড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ইভটিজিং প্রতিরোধ, ভেজাল ওষুধ ও খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ, জাল টাকা ও চাঁদাবাজি প্রতিরোধ যত্রতত্র পশুরহাট বসানো বন্ধসহ আইন শৃংখলা রক্ষায় জেলা ও পুলিশ প্রশাসন বিশেষ কার্যক্রম গ্রহণ করবে।

এ ব্যাপারে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এছাড়া পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু চৌধুরী, নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা র‌্যাব, কারাগার, আনসার, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধিসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, গাইবান্ধা পৌর মার্কেটের সিঁড়ি অপসারন, জেলা শহরে ইজিবাইক ৮শ’-তে সীমাবদ্ধ রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা, বিআরটিসি ডিপো অবৈধ দখল মুক্ত, বিআরটিসি জেলা মটর মালিক সমিতির দ্বন্দ্ব নিরসন, অবৈধ হাউজি-জুয়া বন্ধ, পৌর মার্কেটের ভেতর মোটর সাইকেল প্রবেশ বন্ধ, যত্রতত্র কোরবানির পশুরহাট না বসানো, কোরবানির বজ্য দ্রুত অপসারন, জালনোটের ব্যবহার, চাঁদাবাজি, হাট-বাজারে অতিরিক্ত টোল আদায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ, ভেজাল ওষুধ ও খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি রক্ষার দ্রুত কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা হয়।

(আরআই/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৫)