গাইবান্ধা প্রতিনিধি : বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং ভিশন ২০২১ এর লক্ষ্য সমূহ জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষ্যে মঙ্গলবার জেলা তথ্য অফিস গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশের আয়োজন করে।

সাদুল্যাপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিরের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক মো: আনোয়ারুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মো: তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, মো: মোস্তাফিজার রহমান প্রমূখ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ স্যানিটেশন, জলবায়ু পরিবর্তন, নারী ও শিশু উন্নয়ন, তথ্য প্রযু্িক্তসহ বিভিন্ন বিষয়ে সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোছাঃ সাবিহা আক্তার লাকী।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্ধেক জনগোষ্টী নারী। নারীদেরকে যদি সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করা যায় তবে এদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। অনুষ্ঠানের আগে ভিশন ২০২১ এর উপর ভিডিও সংগীত চিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৮শ’ মহিলা উপস্থিত ছিলেন।

(আরআই/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৫)