গাজীপুর প্রতিনিধি: জমি দখল ও চাঁদাবাজির আরো ৪ মামলায় তিন ভাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতার মোট ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম গতকাল মঙ্গলবার শুনানী শেষে ওই আদেশ দেন।

ওই তিন ভাই হচ্ছেন, গাজীপুর শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানা, ছোট দুই ভাই গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ও শহরের কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা লিয়াকত হোসেন।

চাদাঁবাজির অন্য এক মামলায় একই আদালত সোমবার আলমগীর হোসেন ও তার দেহরক্ষী শাহ আলম ওরফে লিটনের আরো এক দিন করে রিমান্ড মঞ্জুর করে।

চাদাঁবাজির আরো ৪ মামলায় গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা লিয়াকত হোসেন (৩৫) ও তার বড় ভাই গাজীপুর শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানার (৪৫) একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, জমি দখলের চেষ্টা ও চাদাঁবাজির এক মামলায় ওই তিন ভাইকে গত ৬ সেপেন্টম্বর গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ। পরে তাদের চাদাঁবাজির আরো ৪ মামলায় গ্রেফতার দেখানো হয়। ছোট ভাই মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদসহ তারা ৪ ভাই এসব মামলার এজাহার ভুক্ত আসামী। আইয়ুব, আলমগীর ও লিয়াকত গ্রেফতারের পর পালিয়ে যান এরশাদ।

গাজীপুরের আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ৪ মামলায় আইয়ুব রানা, আলগমগীর হোসেন, লিয়াকত হোসেন ও আলমগীরের দেহরক্ষী লিটনকে জিজ্ঞাসাবাদের ৭ দিন করে মোট ২৮ দিনের করে রিমান্ড চেয়ে তদন্তকারী কর্মকর্তাগণ গত সোমবার আদালতে আবেদন করেন। মঙ্গলবার শুনানী শেষে বিচরক আলমগীরের ও তার দেহরক্ষীর ৫ দিন এবং আইয়ুব রানা ও লিয়াকত হোসেনের ৪ দিন করে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

(এসএএস/এলপিবি/সেপ্টেম্বর ১৫, ২০১৫)