মাসুল

কিছু কথা রাতেই ভাল
কিছু কথা দিনে
কী আর হবে ততদিনে
এই অধমেরে চিনে।

কথাগুলো দিয়ে গেছি
রাতেই,
ফুরালো ওই শব্দের ঝোলা
তাতেই।

গুনে গুনে সিগারেট
আগুনের পর ছাঁই
উড়িয়ে দিয়েছি, তা-ও
এরপরে কী চাই ?

নুয়ে পড়া মসিটাকে
জাগাতেই ফের,
তোমাকেই দিতে হেব
মাসুলও ঢের।





ছায়া

আমার পেছন আমিই আছি
ছায়াটাও আমার,
অন্ধকারে ছায়া নেই
ওটা থাকে মামার।





আড়ালে

বলে যারা আড়ালে
যাবেও না তাড়ালে
বাড়াবে না হাত,
হাত দু’টো বাড়ালে।

ওরাই জুটবে এসে,
দু’গাল হেসে হেসে
নিজ পায়ে দাড়াঁলে।