গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই শিশু পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া আশ্রয়ন প্রকল্পে ও রামচন্দ্রপুর গ্রামে। গ্রেফতারকৃত দুই মহিলা পাচারকারীকে আজ বুধবার আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধারকৃত দুইজনের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ও অপর দুইজনের বাড়ি একই উপজেলার সিংগিপাড়া আশ্রয়ন প্রকল্পে।

এসব শিশুদেরকে বেশি বেতনের চাকরী ও টাকার প্রলোভন দিয়ে মঙ্গলবার দুপুরে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় জনগন ও শিশুদের অভিভাবকরা টের পেয়ে পাচারকারী দুই মহিলাকে নিলফা বাসস্টান্ডে একটি গাড়ি থেকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে টুঙ্গিপাড়া থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক বলেছেন, এরা একটি সংঘবদ্ধ শিশু ও নারী পাচারকারী দল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ৪ শিশুকে তাদের বাবা-মার কাছে বুঝে দেয়া হয়েছে।

(এমএইচএম/এসসি/সেপ্টেম্বর১৬,২০১৫)