নিউজ ডেস্ক : বাংলা একাডেমি এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও মাই একাডেমির উদ্যোগে জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের প্রমিত বাংলা চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে আগামী ১৭-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় জাতীয় ভাষা উৎসব।

১৭ই সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

বুধবার বাংলা একাডেমির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৫)