হাসি ইকবাল

নিয়তি ---
মানবতা আজ কোথায় ?
কাঁটাতারে ঝুলে ?
অমানবিক বর্বরতায় ?
নাকি বিকৃত পন্থায় শিশু হত্যায় ?

এ কেমন ফাউল স্বার্থান্বেষী সমাজ !
মলদ্বারে কমপ্রেসার মেশিন ঢুকিয়ে
শিশুর পেটে বাতাস ভরে নির্মমভাবে হত্যা করে !
পানির বদলে খেতে বলে শরীরের লবনাক্ত ঘাম কিংবা মূত্র
ক্ষমা করো শিশু রাজন , ক্ষমা করো সামিউল , রাকিব
আমরা কবে যেন মানুষ ছিলাম ঠিক মনে করতে পারছি না ।

ডিজিটাল সভ্যতা ! তবে কি পশুর চেয়ে অধম আমরা
চলছে ডিজিটাল কায়দায় মধ্যযুগীয় বর্বরতা
নেমে যাচ্ছি আমরা নিন্ম থেকে নিন্মস্তরে
প্রায় নিস্ক্রিয় মনুষ্যত্ব
শূণ্যে পোড়া গোলাপ গুচ্ছে অচেনা পোকা
একটা আধফোটা কলি
ইচ্ছে ছিল স্বপ্নময় ফুল হয়ে গন্ধ বিলাবে
ডিঙ্গিয়ে কাঁটা-তার , ব্যারিকেড
অরণ্যের ঘাস ফড়িং
প্রজাপতির গায়ে মেখে দেবে সুষমাটুকু ।

স্নায়ুর শেঁকড়ে দুঃখবোধ
প্রতিরোধ আর প্রতিবাদের হাতে নারীর কোমল হাতের ভাঙা চুড়ি
বোধের দেয়ালে রাজনৈতিক ভীরুতা
অতন্দ্র প্রহরীরা দূর্বল লোভে কিংবা মোহে
সংবিধানের পাতা থেকে মুছে দিতে চায় অসাম্প্রদায়িকতা ।

ভারসাম্যহীন ভালোবাসার খানাখন্দ
ভন্ডামি , লুচ্ছামি আর অপমান হজম করে নিরবে
তাইতো দেখি স্বদেশের গায়ে মৃত চিন্তাচেতনার চাষাবাদ
আগুনের ফুলকিতে গলা মোম
ক্ষিপ্ত কোকিলের গলা শুকিয়ে খাঁ খা
দীর্ঘশ্বাসে ফরমালিন, এ্যালকোহেল , গাজা আর সিগারেটের ধোঁয়া
আপোষনামার পকেটে হাতে গোনা কিছু টাকা
কল্পকাহিনীর মতই বাস্তবগুলো শোনায় ব্লাকহোলের গল্প গুজব ।

পাতা ছেঁড়া বইয়ের উপর রঙিন মলাট
ভান করে ভালো থাকার
আদিমতার মাঝে বেঁচে থাকা রাত্রি সমান অন্ধকার
হাই তোলে নশ্বরতা । আর
মানবতাবাদের পৃষ্ঠাতে লিখে যায় অপেক্ষারত আগামীর আরেকটি মৃত্যু ।