মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরে ভুয়া ডিবি পরিচয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে শহরের পুরানবাজারের চন্দ্রা রেস্ট হাউস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো কালকিনির এনায়েতনগরের সেলিম সরদারের ছেলে মিলন সরদার (২৬) ও একই এলাকার মালেক সরদারের ছেলে শাকিল সরদার (২৮)।

সিআইডি সূত্র জানায়, গত ১৬ আগস্ট শরিয়তপুরের জাজিরা উপজেলার ন্যাশনাল ব্যাংক থেকে ২০ লাখ টাকা ডাকাতি হয়। পরে জাজিরা থানায় মামলা হলে দায়িত্ব দেয়া হয় সিআইডি পুলিশকে। এরপর কললিস্টের সূত্র ধরে শরীয়তপুর থেকে ৫ জনকে গ্রেপ্তারের পর বুধবার মাদারীপুর থেকে ঐ দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।

সিআইডি পুলিশের এএসআই নিউটন দত্ত (বিপিএম) জানান, ‘গ্রেপ্তারকৃতরা ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধশত মামলা রয়েছে।’


(এএসএ/এসসি/সেপ্টেম্বর১৬,২০১৫)