গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে ৪দিনব্যাপী আয়কর মেলা। কর অঞ্চল-৩, ঢাকা এ মেলার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজল। কর অঞ্চল-৩, ঢাকার অতিরিক্ত কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল্লাহ, জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্রামুজ্জামান আক্রাম।

আলোচনা সভা শেষে ব্যবসায়ীদের কাছ থেকে আয়কর পত্র গ্রহন ও ষ্টল ঘুরে দেখেন জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজল ও অতিথিবৃন্দ। এ মেলায় ১২টি ষ্টল বসেছে। চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৫)