ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার  উপকুলিয় চর ছান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার, চর দরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম ও সুলতানপুর গ্রামে ১০৬৯টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।

বৃহষ্পতিবার রাত ৮টায় ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বাতি জ্বালিয়ে উদ্বোধন ঘোষণা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিঃ জেঃ (অবঃ) মঈন উদ্দিন।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান চৌধুরী, জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মজিদ ভুলু মিয়া, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাহাব উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মঈন উদ্দিন বলেন, শেখ হাসিনা সরকার গড়ে প্রতিমাসে ৩ লক্ষ পরিবারকে বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসছেন। এর ধারাবাহীকতায় আগামী অর্থ বছরে ৩০ লক্ষ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

(এসএমএ/এলপিবি/সেপ্টেম্বর ১৮, ২০১৫)