শপথের শুদ্ধ উচ্চারণ


প্রবল ইচছা শক্তির দাপটে ভাঙছি জীবনের সিঁড়ি
যতবার পেছনে ডেকো না কেন
ফিরে দেখার সময় নেই।
সময় নেই জরাজীর্ণ কাঁধে নিয়ে
অযথা কালক্ষেপণ

শুধু পেছনের অভিজ্ঞতা পুঁজি করে
আমার যে সঞ্চয়ের হাত-
তাতে মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞার বীজ,
বপনের আনন্দযাত্রায়
নতুনের ডাকে-
সারিবদ্ধ অনুসারীরা বিপ্লবী আখ্যান পাঠে ব্যাকুল-
এবার বদলে যাবে সব
ভেঙে যাবে অন্ধকারের দেয়াল
দিগন্তের জানালা কপাট খুলে
হুহু করে ঢুকে যাবে দখিনা বাতাস

একতাবদ্ধ একাগ্রতার শপথ- লক্ষে এগিয়ে যাব
এই আজ শপথের শুদ্ধ উচ্চারণ।