স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ ভবন এলাকা থেকে চার গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ গঠনা নিশ্চিত করে বলেন, এমন একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এবিষয়ে বিস্তারিত পরে বলা যাবে। আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য তাদের নেয়া হয়। আহত ব্যক্তিরা হলেন- মাসুম (২৪), সুজা (২৬), ঠাণ্ডু (৪৫) ও আঞ্জিমুল (২৮)।

আহতরা জানান, ছয়জন মিলে ১৬টি গরু নিয়ে ঝিনাইদহ থেকে রাজধানীর বাড্ডার গরুর হাটের দিকে যাচ্ছিলেন। গরুর ট্রাকটি সংসদ ভবন এলাকায় এলে চালকের যোগসাজশে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি জিম্মি করে। দুর্বৃত্তরা তাদের চারজনকে মারধর ও ছুরিকাঘাত করে অন্য একটি ট্রাকে উঠিয়ে দেয়। ট্রাকে থাকা তাদের অপর দুই সঙ্গী সুজন (১৬) ও আজিজুলকে (১৭) ট্রাকে করেই নিয়ে পালিয়ে যায়। এরপর তাদের রাজধানীর বিভিন্ন সড়কে ভিন্ন ভিন্নভাবে ফেলে দেয়া হয়।



(ওএস/এসসি/সেপ্টেম্বর ১৯, ২০১৫)