গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ১০ হাজার টাকার জাল নোটসহ ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে শহরের মোসলেম উদ্দিন প্লাজা থেকে ১০ টি ১হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। সে যশোর জেলার কতোয়ালী থানার কিসমত নোয়াপাড়া গ্রামের বজলুর রশীদের মেয়ে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মোঃ খালিদ জানিয়েছেন, ফাতেমা বেগম শহরের মোসলেম উদ্দিন প্লাজার একটি ফাস্ট ফুডের দোকান থেকে দুই ছেলের জন্য খবার কেনেন। পরে দোকান মালিককে একটি এক হাজার টাকার নোট দেন। দোকান মালিক নোটটি জাল বলে ওই নারীকে ফেরত দেন। পরে তিনি আরো একটি এক হাজার টাকার নোট দেন, এটিও জাল বলে প্রমাণিত হয়। পরে ওই মার্কেটের ব্যবসায়ীরা ওই মহিলাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার কাছ থেকে ১০ টি এক হাজার টাকার জাল নোট জব্দ করে।

তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে, আটককৃত নারী জাল টাকার ব্যবসার সাথে জড়িত। ঈদের বাজারে সে জাল টাকাগুলো চালানোর চেষ্টা করছিলো। এ ব্যাপারে ফাতেমা বেগমের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)